মন বলে তুমি আছ
পাশে তাকালে যে দেখি তুমি নেই,
তোমার অস্বিত্ব বায়ু হয়ে নি:শ্বাসে প্রাণসঞ্চার করে চলে নিয়ত;
তারপরও হাতের কাছে তুমি নেই!


আধার-ঘন পথে
বিপদে-সম্পদে
তোমার নিভৃত বিচরণ নিত্য আমার মনে মনে-
সে যে আনন্দ-বেদনার
পরম সুখ;
তারে নিয়ে আমি চাই পাড়ি দেই দীঘযাত্রা
আমার শববসানের।


আলোতে এলেই যদি চলে যাও
তাও ভালো, থেক কাছে সব সময়
আমার সমস্ত বিচরণে
হে সুন্দর, জয় হোক তোমার।


ইস্কাটন, ঢাকা, ৪ নভেম্বর’১৭