একবার মনে হয় এই ভালো আছি
খেয়ে-দেয়ে বেঁচে আছি
পথের পাশে চায়ের দোকানে
সময় পেলেই গল্পে মঁজে আছি,


দুদকে ফাইল নেই
পিয়নের তাড়া নেই
পুলিশে অভিযোগ নেই-
ডান্ডার বাড়ি খাওয়ার তাই অভ্যেস হয় নি।


আবার মনে হয় আমিও তো ছিড়তে পারতাম-
মেধা কী কম ছিলো
আমার কী সুযোগ আসে নি আগে-পাছে।


সস্তা চাল কিনে খাই বলে ভেব না পঁচে গেছি
তোর মতো অনেকেই এক সময় থাপড়েছি
সৎ আছি বলে বোকা ভেব না
তোদের বিচারের রায় একদিন লেখব বলে এই পথে এখনও বেঁচে আছি।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৮ নভেম্বর’১৭