মনের ভেতরের মনটি দিনদিন বড় হচ্ছে নিয়ত
বটবৃক্ষের মত- সুবিস্তৃত বিশাল;
দিগন্তের সীমাহীন আঙ্গিনায় ছুঁটে চলার অভিপ্রায়ে যেন
মনের অলক্ষ্যে মনে নেঁচে চলছে অস্থির চঞ্চল!


রেখেছি সীমান্ত-ভূমে অবোধ শরীর
মন তবু উধাও কোথাও হাওয়ায়,
তারে আমি কাছে পাই না কো আর-
হায়! আমার স্থির সীমানায়।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৬ সেপ্টেম্বর’১৮