আর কিছু ভাবতে চাই না- কিছু আর
পড়ে থাক বেদনা সমাহার-
অজস্র মৃত্যু লঙ্ঘে আমি মৃত্যুহীন
পৃথিবীকে জানাতে চাই, ভালোবাসা আজ দীনহীন!


বেদনাবৃন্তে আমার অসংখ্য শেফালি ফুল
গাঁথনী অপেক্ষায় ঝরে পড়ে রোজ,
ভালোবাসা পেল না বলে হায়! ভুল
বলে হৃদয় করে তার খোঁজ।


সে যে কথা দিয়েও কথা না রাখে
মিছে অজুহাতে সত্যকে ঢাকে,
হৃদয়ের ব্যাথা বুঝেও বোঝে না;
ভালোবাসা হলো বুঝি যন্ত্রণা, যন্ত্রণা!


ইস্কাটন, ঢাকা, বিকেল, ২৫ অক্টোবর’১৮