সুখগুলো ভোরের মুঠি মুঠি আলোর মতন
পলকে ফুরিয়ে যায়
ভোগের আগেই তার খোসা উগড়ে পড়ে
সময়ের দরজায়,
দুঃখগুলো আগ্নেয় পাথরসম অনড় স্থির
জড়ো হয় আর জড়ো হয় বুকের ভেতর
বের হতে পারে না তারা কোন ভাবে
দরজা বা জানালার ফাঁকগলে মনের,
দীর্ঘশ্বাসে কাঁপে শুধু গুমড়ে গুমড়ে-
হাতের ইশারা তার কেউ চেনে নাকো-
নখনের আচড় কেবল লেগে থাকে মনে!
তখন সুখকে ঘৃণা করতে মনে হয় বৈশাখের প্রবল ঝড়ের মত।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৩ জুন’১৭