পৃথিবীতে আজ একটি জিনিসের বড় অভাব
তার শূন্যতায় পৃথিবী আজ রসহীন অনুর্বর,


পৃথিবীতে আজ প্রেম দরকার- অজস্র প্রেম:
মুঠিভরে বৃষ্টির মতো, বাদলের মতো প্রচ্ছল।


চায়ের দোকানে, ফুটপাতে, রাস্তায়, মলে-জলে
সবখানে প্রেম চাই- প্রস্ফূটিত গোলোপ-তাজা!


প্রিয়ার বাহুতে, লাল ঠোটে, খোঁপায়- চাই না
জট বাঁধুক প্রেম, মুক্ত হোক এ অজস্র ধারায়।


ক্ষেতে কৃষকের গা হতে নগরের বেলকোনি-
উদার বায়ু হোক প্রেম- সর্বময় বিশুদ্ধ বিরাজী!


অনাদরে অবহেলায় রাস্তার জীর্ন ভুখাফাঁকা
প্রেমের সুগন্ধী পাক- নিসর্গ সুন্দর প্রতিরূপ!


প্রেমহীন পৃথিবীতে আমরা চাই না বাঁচিতে
ভালোবাসা হোক আমাদের প্রাণের শক্তি।


ইস্কাটন, ঢাকা, রাত, ২১ ফেব্রুয়ারি’১৮