তুমি চলে গেছ নক্ষত্র-নক্ষত্র দূরে
অচেনা গহীন সময়ের অন্ধকারে,
তোমাকে আর পাই না কো কাছে
চোখ মেলে তাকাতো যে সহেসে!


তোমার বুকছোঁয়া প্রেম-গন্ধ সব
নাসিকা হতে হৃদয়ে করে কলরব;
তুমিহীনা অজস্র যন্ত্রণায় দিনমান
বিদ্রোহ করে- চায় হোক অবসান।


আর কী গো হবে দেখা প্রিয় হে,
আর কী গো হবে কথা আর! যে
কথা জমে আছে মনে-বুকে আজ?
দিবসের ভানু গিয়ে এসেছে সাঁঝ।


ইস্কাটন, ঢাকা, রাত, ৮ জানুয়ারি’১৮