ভালোবাসার নীল ধূম্রজালে যদি হারিয়ে যাই কোন এক অকাল বসন্তে
তোমার নয়নের অগোচরে- আলোহীন কুয়াশাময় দূরের কোন জগতে,
হৃদয় যে তোমাতেই ফানা ছিলো বুঝবে কী- আমার ঝরার গল্গগুলোয়?
অজস্র নদী-জল-সাগর আজ যে তোমাকে ঘিরে কেবল আমার-আলয়!
আর যদি হুদহুদ পাখি না আসে ইতিহাসের- বার্তাগুলো পড়ে থাকে শুধু
আমাকে ভালোবাসবে কী সেদিনও, এ নক্ষত্ররা যদি পথে না থাকে বঁধু?


তোমার নয়নের শুভসুধা পাব কী প্রিয়তম সেদিনও আমার ত্রান্তি-লগ্নে?
এ জীবনতো কিছুই পায় নি- ‍শুধু ভালোবেসে বলি হয়েছে অসম-ফাগুনে!


ইস্কাটন, ঢাকা, রাত, ২৭ ফেব্রু’১৮