নিমগ্ন হয়ে হৃদয়ে হটাৎ
খুঁজে ফিরি নিজের নিজেকে,
কোথা আমি কোথা আমি
কোথা কোন অলকে!
...........................
দিকে দিকে অন্ধকার
কুয়াশা আর কুহুক-ছল,
স্বার্থের তোড়ে বাঁধা
আঁখি ও আঁখিজল।
...........................
মর্মের ক্লান্তি লভি
ফিরে আসি হৃদয় হতে,
চতুর পাশে আমার শেয়ালের দল
তাদের দাপটে হৃদ-চঞ্চল!


রাত, ইস্কাটন, ঢাকা, ১৪ সেপ্টেম্বর’১৮