অনেক হারিয়ে যায়
চেনা অচেনা হয়


হারিয়ে যায় নদী নক্ষত্র রাত চাঁদ
হারিয়ে যায় শিশির ঋতু খেলার মাঠ মঠ
হারিয়ে যায় মেঠোপথ ঘাস বকুল বন
হারিয়ে যায় অফুরন্ত শৈশব যৌবন


এ যেন সেই চাঁদ নয়
যাকে দেখেছি বহু বহু আগে
এ যেন সে রাত নয়
প্রত্যাশিত ছিল যা গাঢ় অনুরাগে
এ যেন বকুল বন ফল নয়
এ যেন কেবলি ব্যথা জ্বালাময়


আজ- পাখির কূজনে কানে নেই সাড়া
আজ- জলের আহ্বানে প্রাণে নেই তাড়া


নেত্রের নক্ষত্রজুড়ে অতীত জ্বাজল্যময় শিখা
ভিন্ন সেথা কিছু আর যায় না দেখা :


সেই চোখ সেই হাসি অনুযোগ
সেই প্রেম অনুভূতি ভালো বাসা-বাসি
সেই না পাওয়ার জ্বালা
খাঁচা ছেড়ে পাখি গেছে উড়ে বেঁধে দিয়ে তালা