ঝরে পড়ে পাতা- শুকনো, খসে পড়ে দিন- অতীতের,
যে চোখে মঁজে ছিলো চোখদ্বয় যে মনের মমতায়
ধূসর দিনে এসে আজও তার অস্পৃশ্য অধ্যায়
নিখুঁত সৌন্দের্যের মত মনে হয়- নিষ্পাপতর!


কুমারের স্বচ্ছ্ব জলে অবৈধ কচুরির ঝাঁকের মত
পুরাতন কাছে আসে- কথা কিছু কইবার চায়!
সে কথা- তার ভাষা- বুঝিবার আগেই হায়!
সে উড়ে যায় পলকে নির্বোধ সন্ধ্যার বাদুরের মত!


ইস্কাটন, ঢাকা, রাত, ১২ মার্চ’১৮