হৃদয়টাকে পরবাসে রেখে
শূন্যে- আনমনা গহিন,
আর কত আর কত হে
সয়ে নিবে এ নিত্যদিন?


এবার থামাও গতি- চলে এসো,
সমুখের কাঁচে দেখ আপনাকে;
তুমি কী তুমি হীন বহু দিন
আছ না বন্দির শাখে?


শালুকের মজা কে পেয়েছে
আবদ্ধ শাপলা-জাগা জলায়?
তারচেয়ে ফুল হও আজ এবার- ফুটে উঠো
জলের উপরে কারও হাতের তলায়।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৫ জানুয়ারি’১৮