পৃথিবীর তামাম পথ ঘুরে এসে শেষে আজ
ক্লান্ত শরীর-মন মেলে দিয়ে ঘাসে, মনে হয়
মানব-লীলা সত্যিই আমি পেরেছি চিনিতে:
বিচার নেই ‘তার’ বিচারহীনতার রাজত্বে!


এ রঙের খেলা ঠুনকো হাড়ির মতো সহজ
নিশ্চিত সে একদিন ভেঙেচূড়ে গুড়োগুড়ো!
আদর্শ কিংবা অনাদর্শ সবই টিকার লড়াই -
ধর্ম-সাদাপথ ধার্মিকের ভন্ডামী ভিন্ন নয়।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৬ জানুয়ারি’১৮