তুমি হাসলেই ঝর্না ঝরে
নয়ন মেললে (মম) হৃদয় জমে পাথর,
(তুমি) বুকের কাছে এলেই বুঝি
উইপোকার ভঙ্গুর যেন মাটির (আমার) গতর।
(তুমি) হাত বাড়িয়ে ছুঁয়ে গেলে
শুভ্র কোমল তুষার গলে,
মুচকি হাসির রেখা হেরে
ঘুমহারা হই নেত্রনীড়ে।
প্রবল তোমার আহবানে
দিকহারা নাও উজানপানে
ছুটে।
মনপিয়াসী আমি মনের খোঁজে গিয়ে
প্রেমের নদী পার হয়ে যাই, প্রেমের ঘাটলা টুটে।
তোমার কাছে ভীড়তে গিয়ে সদাই তোমায়   হারাই প্রিয়ে॥


    ইস্কাটন, ঢাকা, সময়: রাত ৯টা