এ কী শূণ্যতা বয়ে যায় সর্ব তলে,
যেদিকে হেরি নয়ন- আগুন জ্বলে।
বেদনার বিষাদে যবে ডুবি মন-
চারিদিকে ধূ ধূ যেন কেমন কেমন!
চাহিলে নভোঃ পানে বজ্র বিষাদ
ব্রজেরই হুংকার বলে, তুই কাঁদ!
নিঃশ্বাস যপি যবে অনিল-শ্বাসে
ত্রাসে ত্রাসে কে যেন আসে উচ্ছাসে!
সিন্ধুরে বলি ভাই, নন্দেতে ভাগদে মোরে
প্রলংকারে আসে সে, ভাসি আমি নীরে;
বৃক্ষকে বলি হে দে মোরে ছায়া,
শূন্য রোদনে দেখি তার সর্ব ছাওয়া।
হে পাহাড়, নে-তুই ভাগ কিছু বেদনার
হেরি তারই কান্না ঝড়ে ঝরণায় থর!
হে পৃথিবী, কোথায় ধরিলি মোরে কোথায় মায়া?
ভাঙ্গা তালে গান গায় দক্ষিণ হাওয়া।
নাই সুখ নাইরে, নাই সুখ- ভাই
যেদিকে তাকাই শুধু ছাই আর ছাই।
বৃথা এ জীবন মম বুঝি অবশেষে
শূন্যতায় ধেয়ে চলে কে জানে কোন উদ্দেশ্যে...।


২২/০২/২০০৫ ইং
গোয়ালচামট, ফরিদপুর