গুরু গুরু ডাকে মেঘ
বাতাসে প্রবল বেগ-
দুয়ারে দাঁড়ায়ে শাওন
জমিছে হদয়াবেগ;
খুলে দাও প্রিয় দ্বার
অসীমে হও বার
সিক্ত হই জলে-
প্রেমেতে একাকার।
পরাণে বাঁধিয়া পরাণ
নয়নে রাখিয়া নয়ান
বাহুর বাঁধনের বশে
ভালোবাসি আজ জলে ভেসে ভেসে।
কথা না’ই হলো আর
চোখেতে জলের ভার
হৃদয়ে প্রেমাকুতি
দু’জনার হবে সার।
পেছনের যত স্মৃতি
যত ব্যথা অশ্রুগীতি
সবই না হয় হলো লয়
আজি এ শাওন বরষায়।



ইস্কাটন, ঢাকা, সময়: সাড়ে ৯ টা, ১৪ আগস্ট’১৬