মন্টু মিয়া?
-জ্বি... জ্বি স্যার
সালামুওয়ালাইকুম।
চেহারার এ অবস্থা কেন?
-জ্বি স্যাার... জ্বি
লাঞ্চ করেছো?
-জ্বি স্যার, না মানে...
পোশাকের এ কি হাল
লন্ড্রি কর না?
ইন করেছো... বেল্ট কই?
-জ্বি স্যার...
কি জ্বি স্যার জ্বি স্যার করছো?
যতসব স্টুপিট।
-না মানে...
বল
-স্যার একটু সমস্যায়...
তোমার আবার সমস্যা কি?
-দুই মাস হলো...
বেতন নেইতো, তাই।
অহ আচ্ছা, পরে রুমে এসো।
-জ্বি স্যার জ্বি স্যার
.............................
-আসতে পারি?
হুঁ,
-সালামুওলাইকুম।
এই নাও;
-এটা কি স্যার?
ধর।
-স্যার, মাফ করে দ্যান, স্যার মাফ করে দ্যান,
স্যার ভুল হয়ে গেছে।
স্যার বউ-বাচ্চা আছে ঘরে
স্যার জেলে গেলে ওদের দেখার কেই নেই।
স্যার এবারের মতো...
স্যার এবারের মতো মাফ করে দ্যান।


২১ আগস্ট, ১৬
ইস্কাটন, ঢাকা
৪.৩০ মিনিট