একদিন শেষ হয়ে যায় সবঃ


শুকিয়ে যায় ফুল
গন্ধভরা মমতার অতীতকে মুছে ,
হেলে পড়ে লতা
তুলিবার থাকে নাতো আর কেউ কাছে,
ঝরে পড়ে চাঁদ
প্রত্যুষে- উদিত শূন্যের গায়,
থেমে যায় নদী একদিন হটাৎ
পাড়ে রেখে যায়
শুধু শুকনো স্মৃতির অদৃশ্য কিছু ঢেউ;


পৃথিবীর গল্প সেদিন কেবল
তুমি আর আমি,
অথচ তোমাকে ভুলে যাবার আগে
তুমি ভুলে গেছ-সব-বহু বহু আগে।


১৭ নভেম্বর’১৬, ইস্কাটন, ঢাকা । সময়:রাত সাড়ে ১১টা