হৃদয়ের ব্যাকুল বাসনা যদি
ভালোবাসা হয়ে যায়
বসন্তের আগেই যদি
মনে ফুটে উঠে ফুল;
তবে কি বলবে  তুমি
এই ব্যাকুলতা
প্রাণের বাসনা আমার
সবটাই ভুল?


প্রেম কি ঋতু চিনে?
প্রেম কি কেবল বসন্তের উৎসব?
তোমাকে ভালোবাসি
এটাই জেন, আজ আমার সব।


তাই নিঃশ্বাসে আমার যদি উড়ে
তোমার স্কন্ধের খোলা চুল
তাহলে বল না, আমি
স্পর্শের দুর্বলতায় কাতর।
মিলনের প্রবল আকুতি প্রাণে
তাই সান্নিধ্যে ধ্যানে আমি অধীর।


১ ডিসেম্বর’১৬, নিউ ইস্কাটন, ঢাকা। রাত ১২টা।