বিরহটা এমন যে তুমি মুখ লুকালেই আসে
তুমি হাসলেই আবার ফিরে আসে সুখ;
দিবসের সাথে যেমন সূর্যের সমন্ধ
রাতের সাথে যেমন চাঁদের সমন্ধ,
তোমার সাথে তেমনি সুখ ও দুঃখের নিবির সমন্ধ।
তুমি কি প্রকৃতি? চির-শাশ্বত?
তাহলে ভালোবাসা কেন বুঝ না রানী?
কতটা হলে ক্ষত-বিক্ষত আরও
তুমি বুঝবে ‘ভালোবাসা’ আমার নাম?


ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, ঢাকা। সন্ধ্যা, ১৩ ডিসেম্বর’১৬