একদিন শেষ হয়ে যায় সব-
ফুরিয়ে যায় নদী-নক্ষত্র, জীবনের সব স্রোত শুণ্যে হয় বিলীন
তোমার হৃদয়ের প্রেম-এপিসোড শেষ হলে পর
ওখানে পোকাদের আনাগোনা হয় কি শুরু?


যে হৃদয়ে ‘ভালোবসা’ ছাড়া ছিল না কিছু আর
সে হৃদয় কুড়ে খায় কি উইপোকার দল?
তোমার হৃদয়ের গভীরে তখনও কি আমি
নক্ষেত্রের মত উজ্বল?


তোমার প্রেম আজ পৃথিবীর সহস্র পুরুষের জৌলুস, তবু
কাল কি এই অকৃত্রিম ভলোবাসা দিবে রানী
আমায়,
আজকের পর?


পথের দিন যদি শেষ হয়ে যায় আমাদের-জগতের
আমি কি তখনও দাঁড়ায়ে রইব না প্রিয় তোমার অপেক্ষায়?


নিউ ইস্কাটন, বাংলামোটর, ঢাকা। রাত, ১৪ ডিসেম্বর’১৬