আজ কি জাগে নি জোয়ার
জলে-নদীতে?
আজ কি ভুলে গেছে পাখিরা সন্ধ্যায়
নীড়ের ঠিকানা?
আজ কি উঠেনি রাতের তারারা
আকাশের গায়?
তবে তুমি কেন ভুলে গেছ
ভুলে আছ এখনও?


তুমিহীনা দিনগুলো সূর্যহীন
তুমিহীনা রাতগুলো চাঁদহীন


মনে হয়, তুমিহীনা মৃত্যুকূপে
আছি জীবন্মৃত হয়ে।


ইস্কাটন, ঢাকা। রাত, ১৮ ডিসেম্বর’১৬