প্রিয়তী, তুমি কি জানো কুয়াশারা বিবস্ত্র হয় কেন রাতে?
চাঁদের আলো জ্বলে কেন আসে রাতের জলসায়?
পেঁচার হিমেল মুখখানি রাতে কেন জেগে উঠে হটাৎ?
তোমার হাতটি সেদিন ধরেও কেন ধরা হলো না আর?


ইস্কাটন, ঢাকা। ২২ ডিসেম্বর’১৬, সন্ধ্যা