বিদায় তোমাকে বিদায়।
কালের গর্ভে
তোমার দর্প
আজ ধুলায় লুটায়।
বিদায় তোমাকে বিদায় ॥


তরণী তোমার
ভর আরো ’বার,
দুঃখের যা আছে
নিয়ে নাও কাছে
সুখের লহরী
দাও শরবরী,
পালে যে লাগিছে নতুন বায়’।


পারি নে আর
সহিতে ভার
দাও প্রেম আরো
ধরণীর তর’,
তৃষ্ণিত প্রাণ
ব্যাকুল মন-
জোয়ারে জলে নতুনের ঠায়।


বিদায় তোমাকে বিদায়।
তোমার গ্লানি-
অশ্রু-বহ্ণি
মুছে ফেলে
তুমি চলে
যাও ওগো সখা,
হোক না হোক আর দেখা।
আজ বিদায়ের বেলা- তোমায় বিদায় ॥


ইস্কাটন, ঢাকা। রাত ৯.২০। ৩১ ডিসেম্বর’১৬