ক্ষণিক দিনের আলাপন মোদের
তবু এ ক্ষণিকের ব্যথা শুধু নয়,
যে ব্যাথা আজ প্রাণে বাঁজে তব-
তার চেয়ে ঢের এথা হয় ক্ষয়!


যে মালা তোমায় পড়াব গলায়
সেই ফুল দিয়ে তব গালিচা সাঁজাই,
মিলন মোহনায় এসে আজ তবু
বিচ্ছেদের গান বাঁজে- সাঁনাই!


ভালবাসা এতো সহজ ঠুনকো এমন-
সবকিছু ভুলিয়ে দেয় কেবল বিয়ের সাঁনাই!
এই প্রেম, মায়া-মমতা কিছুই কিছু না?
কেন জ্বলে হৃদয়ে তবে বিষাদ যন্ত্রণা!


হেমন্তে দেখা- সেই সেদিন নবান্নোৎসবে,
সখী, বসন্ত আসার আগেই কি সব ভেঙে যাবে?



ইস্কাটন, ঢাকা, রাত, ৪ জানুয়ারি ‘১৭