তারুণ্যোত্তাল দিনগুলোতে সেদিন ধরা দেয়নিক প্রেম
পকেটে এলো রুমালের সাথে যখন এ আজ,
তার কিছু আগে সব পিছু ফেলে এলেম।


অশ্বথ্থের ডালে বসে আছে ক্লান্ত দোয়েল
সে কি বিশ্রাম নিবে এখানে আজ রাতে?
নাকি গান শুনাবে শুন্যে অনিলে বেদনার?


প্রেম- জানি তুমি কিছু না, কেবল হৃদয়ের আর্তনাদ
আশ্রয় খোঁজ নিজের- নিজেকে প্রকাশের- বিকাশের,
তোমার হৃদয় কেবল স্বার্থপরতায় ভরা-বিষাদ।


তুমি কি কষ্ট বোঝ কারও- বোঝ না, লুটে নেও সম্ভ্রম
নারীর- মনের, যৌবনের
তোমাতে খেলে নিষ্ঠুর নিয়ম!


ইস্কাটন, ঢাকা, রাত, ৫ ডিসেম্বর’১৭