আত্মার মুক্তি কখন আসে
কখন সে ধরা দেয় চেনা মানুষে?
হৃদয় কখন শূণ্য হয়ে পড়ে
কখন সে চোখে দেখে না কিছু আর কোন তীরে?
আত্মহত্যা পাপ? কে? কে বলেছে?
অদ্ভুত ডাহা মিথ্যা কথাটি কে বলেছে?
মুক্তিপথের সন্ধ্যান কি দিয়েছে
কখনো এর চেয়ে ভাল কেউ?
আমি বাঁচতে চাই, আর বাঁচতে চাই বলে
মরে যেতে চাই আজ, মৃত্যুতে গড়েছি ঠিকানা।
মরে যেতে আছে মানা -
বাঁচতে চাই না তাই আর।
মুক্তির পথ হোক নিরুদ্দেশ-
মুক্তিমন্ত্রের পাথেয়োভার
হোক মৃত্যু আজ,
কারণ আমি বারবার বাঁচতে চেয়েছি, বাঁচতে চাই বারবার।


ইস্কাটন, ঢাকা। রাত, ২৭ জানু’ ১৭