ফাগুনের গান হে
শুনছো কি তুমি আজ?
প্রভঞ্জনের হলদে গন্ধের ঢেউয়ে
প্রলয় নাকি আজ প্রকৃতিপ্রান্তর!
তোমাদের আওয়াজ বড্ড তেতা,
কই আমিতো শুনিনি এমন ॥
আমার এখানে আজ শ্রাবণ মাস
অঝরে বাদল তার সারাদিন
করছে নৃত্য অবলিলায়।
আমিতো পাইনি- বকুল বনের মউ
যাইনিকো ঘুরে আমার চত্বর ॥
যেখানে তোমার কোকিল ডাকে
প্রহরে প্রহরে অরিন্দম, আমার
প্রান্তরে সেদিন বৃষ্টিভেজা আকাশ-
আমাকে বিদ্ধ করে জলে
যতনে অযতনে। তবু শান্তি,
আকাশও মনে রাখে আমায়।
শুধু মনে রাখেনা সময় আর আমার মন ॥