সুন্দর তুমি- সুন্দর তব সব
তোমাতে ছেয়ে এরুপ-কলরব
তারায় তারায় ঝিলিক- পলকে
জ্বলে উঠে রুপ আরও আলোকে
গাঙচিলের ডানায় সাজানো ভ্রু
হস্তযুগ’ যেন কচিকচি তরু
হিজল-তরুশাখা কালো কুন্তল
অক্ষি মেলিলে প্রাণ করে চঞ্চল
ওষ্ঠদ্বয় শুচি গোলাপ-কানন
শুভ্রশশী ওই বদন-আনন
বচনে শুধা যেন তরল মধু
সুন্দর তুমি হে প্রিয় ওগো বঁধূ।


ইস্কাটন, ঢাকা, সন্ধ্যা, ১৭ ফেব্রু’১৭