যাত্রী আমি পথের
জীবনের
যাত্রী আমি সময়ের
স্রোতের
যাত্রী আমি বন্ধুর
সিন্ধুর
যাত্রী আমি প্রকৃতি
বৈরির।


২.


হাত বাড়াতে বললাম
বাড়ালে পা
পা বাড়াতে বললাম
বাড়ালে গা
নেশা ধরে গেলেই হলো
আমার দোষ
শেষে মুখোমুখি এখন
দাঁড়ালো রোষ।


৩.
আজকের দিনটি কি আমার জন্মের
সাথে মিল?
এ জন্য কি জীবন আমার তীব্র স্রোতিস্বী
ঝিল!


ইস্কাটন, ঢাকা, সন্ধ্যা, ২০ ফেব্রু’১৭