আছি বন্দী      আমি বন্দী
স্রষ্টা, তোর এ কোন ফন্দি!


আছি হা-ভাতে     প্রতি অহরাতে
এরপরও মার হে বজ্রপাতে?


তোর সত্যন      করে কীর্তন
এভাবেই কি হবো মদ্দন?


দিয়ে প্রেম       দিয়ে প্রিয়া
তারপরও কেন লও ছিনিয়া?


পাঁজরে গভীরে     তুমি যে মঞ্জুরে
সেখানেও ‘ঘাত কিসের তরে?


মিথ্যা মুক্তির      শৃঙ্খলে-সুপ্তির
ছলনা কি করা সাজে তোর?


তুমি ঈশ্বর      সত্য সুন্দর
মুক্তি দাও হে এ বন্দীর।


মিরপুর, ২৬ ফেব্রু’১৭, বিকেল