এ বসন্ত- সে বসন্ত আমার
পুষ্পিত শোভায় কেবল যার
                  হাহাকার হাহাকার।


এ বসন্ত- সেই বসন্ত :
অরণ্য রোদন যার
পাপড়ি ভরা কীট,
সুগন্ধী তার- বহুদূর
ঊষর-রং পীঠ!


জন্মেতে দিয়েছিল
ভালে টীকা মোর,
আজও তাই- বসন্ত
ঝরায় অাঁখি লোর!


আসে যে হাসে পাশে
সে আর থাকে না কাছে
কেবল চলে যায়, রেখে
বসন্তবেদনার সুকরুণ সুর।


এ বসন্ত- সে বসন্ত আমার
পুষ্প শোভার আড়ালে তার
                হাহাকার হাহাকার ॥


মিরপুর, দুপুর, ২৬ ফেব্রু’১৭