তুমি যে কিছু বলা না
তার মানে কিছু যে বল না- তা তো নয়,
তুমি যে কাছে আস না
তার মানে পাশে যে তুমি বসো না- তা তো নয়,
তোমার হাসি- অলক্ষ্যে তোমার ইশারা-চাহনি
দেখছিনা বলে যে- নেই- তা তো নয়,
বিপদে-সম্পদে দিবসে-নিশিথে তুমি যে কাছে আছ
প্রতিদিনের ভালো থাকাইতো তার পরিচয়।


(২)
হাত বাড়ালে যারে কাছে পাই
হাত সরালে সে যে কাছে নাই,
তবু বন্ধু তোমার হাত না বাড়িয়ে
কাছে যে আছ সবাকে ছাড়িয়ে;
এর চেয়ে কী আর বল চাই-
কৃতজ্ঞ তাই- তোমার প্রতি সদাই।


মিরপুর, ঢাকা, বিকেল, ৩ মার্চ’১৭