সাঁনাইয়ের সুর
সুকরুণ বেদনাতুর


কেন জানি মনে হয় তোমাকে মিস করছি আজ
আগামীতে অনেক মিস করতে হবে আরও
তখন তোমাকে অনেক মিস করব
           অনেক মিস...


সকাল হলে ‘সুপ্রভাত’-পাবার জন্য
অপেক্ষায় থাকব
দুপুরবেলা ‘লাঞ্চ-বাথ’ করেছি কিনা
প্রশ্নের জন্য অপেক্ষায় থাকব
বিকেল হলে ‘অফিসের পথে, গাড়িতে আছি’
জানানোর জন্য অপেক্ষায় থাকব
কাজের ফাঁকে ফোনচ্যাটের সুযোগের
জন্য অপেক্ষায় থাকব
রাত্রি হলে ঘন্টাব্যাপী চ্যাটালাপের
জন্য অপেক্ষায় থাকব
‘সাবধানে যেও, আর পৌছে মিস দিও’
মেজের জন্য অপেক্ষায় থাকব
খেয়েছি কিনা ভালো আছি কিনা
কি জামা পড়ে এসেছি-
শোনানোর অপেক্ষায় থাকব
অপেক্ষায় থাকব সকাল দুপুর রাত
অপেক্ষ‍ায় থাকব প্রতিদিন
      প্রতিমাস
                   প্রতিবছর-
তবু কি তুমি আসবে ফিরে আর?
পারবে? আমিও কি পারব আর?


শেষ বিকেলে হাঁটতে গিয়ে
হাতটি ধরা হবে কি গো আর তোমার?
সন্ধ্যা-রাতে চাঁদের আলোয়
চঁটপটি আর ফুঁসকা খাওয়া হবে কি কখনো তমা?
কোলের ভিতর মাথা রেখে তোমার
ঘুম কি হবে কখনো আমার?
স্বপ্ন কি কেবল স্বপ্নই রয়ে যাবে!
তোমাকে পাবার সাধ আর কবে পূর্ণ হবে?


বাইরে সাঁনাই-     উঠনে বর
সময় কি আমাদের হবে আর?


ইস্কাটন, ঢাকা, রাত, ৬ মার্চ’১৭