আর যে পারি নে সইতে ভার
তুমি গেলে কোথা হে আবার?
পলকে পলকে তোমাকে চাই,
তোমাকে চাই মুহূর্তে- বারবার ॥


কথা দিয়ে তুমি রাখ না কথা
খোঁজ নিয়ে ফের ভাঙনা নিরবতা,
কিভাবে বল বাঁচি তবে রানী-
তোমাকে ছাড়া যে জীবন ’সার ॥


হৃদয়ে রানী থাক সদা জানি
নয়নের মাঝে আস সঞ্চারিনী,
তোমায় দেখে নয়ন ভরি-
পাই মনে প্রশান্তি-সমাহার ॥


ইস্কাটন, ঢাকা, রাত, ১১ মার্চ’১৭