যেদিকে তাকাই যেন সবখানে তুমি
যা কিছু ভাবি না কেন সবকিছু তুমি
সব কথাতেই শুনি তোমার কথা
চোখে ভাসে ওই আঁখি-কাজল-লতা।
হর্ষে বিশাদ লাগে বিশাদে হরষ
ব্যাকুল হৃদয়-মন চায় তব পরশ।
অন্তরের পরাকাষ্ঠে বিচারাধীন আমি
ক্ষমা কর, ভুল ভাঙ, দেখা দাও তুমি।


ইস্কাটন, ঢাকা, রাত, ১০ মার্চ’১৭