প্রেম তবু আসিয়াছে হৃদয়ে
আর্ফিয়াসের সুর হতে কমদিনীর
বেনীতে, নিশিথের পথ ধরে
ধীরে ধীরে ডমুরের ফুলের মতন।


রূপ তার কল্পনা- কল্পনার শাখে
অদৃশ্য আলোক নাঁচন, আঁধারের
চোখে যাকে যায় শুধু দেখা-
মুখ তুলে তাকানো মায়া
যেন বঁধুয়ার প্রথমা চয়ন!


তাইগ্রিস ক্ষয়ে যাবার পরে
ইউফ্রেটিস অথবা বেবিলন
ঘুরে ট্রয় হয়ে এসেছ সে আজ,
তারে আজ ভাবি নিতো, তবু সে
এসেছে আমার প্রাণের নিকট
আমার প্রাণের ’পরে।


জুলেখার প্রেম কবে শেষ হয়ে ছিল
লাইলীর প্রেম কবে দেখেছিল সীমা,
হৃদয়ের বসন্ত কবে ঝরে যায়
কবে তার স্মৃতি শুধু হয় বেদনা,
এ বুঝি নিতো, তবু প্রেমের ব্যথা
কেন যেন পেয়েছি প্রাণে, যেমনি
পেয়েছিল ব্যথা বিনোদিনী একদা
ভুল করে ভালোবেসে।


০৫/০৯/০৭ খ্রি, গোয়ালচামট, ফদিরপুর, রাত