ভালোবাসারা একদিন দেবতা ছিলো মানুষের হৃদয়ে হৃদয়ে,
যখন শ্যামবনে জমে উঠে ছিলো দেবশিশুদের মিলন মেলা,
যখন ডমুরের ফুল ছিলো: দৃশ্যে নয়ন ভেলানো অপরূপ!
যখন মনের মঞ্জরে প্রথম আদমের ফুটেছিলো প্রেমফুল;


তখন ভালোবাসার পুজো হতো রোজ মন্দিরে গির্জায়,
তখন দেবতারা আরাধ্য ছিলো মানুষের- স্বস্তির আনন্দের,
তখন প্রতিদিন সন্ধায় পাঠ হতো আরাধ্য সংগীত-
আর হৃদয়ের বাগিচায় চাষ হতো ভালোবাসার রঙিনফুল!


মগবাজার, ঢাকা, সন্ধ্যা, ২৩ ফেব্রুয়ারি’১৮