ভালোবাসারা আজ হাত ছাঁনি দেয়- প্রান্তরে দাঁড়িয়ে
থাকা বুড়ো হিজলের ঘনকালো পাতার মত
সুর্যডোবা প্রতিটি সন্ধ্যায়;
সেখানে শঙ্কা থাকে, থাকে ভয়,
এই বুঝি ধরে ফেলে
আমাদের অনাকাঙ্খিত সেই বিভৎস সময়!
তারপরও মনের উজান কোণে
ক্ষীণপ্রেম বাসা বাঁধে চুপিসারে
দৃশ্যমান তবু হয় না;
ভাটির টানে হটাৎ সরে পড়ে প্রেমজল
তরিঘরি- তরতর-
কাছে এসেও পাশে সে বসে না!
প্রেমনদী বয়ে চলে প্রবল স্রোতে তারপর-
আর প্রেমজল ঝরে পড়ে চোখে আমার আজ অহোরাতে।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৮ মার্চ’১৮