হাতের চুঁড়ি- রঙিন শাড়ি- চোখের নেশা-
সব পেয়েছে হৃদয়কে আজ খেলতে পাশা,
নূপুর নিক্কন- জোড়া লাল ঠোট- মুচকি হাসি
বুঁদ করে দেয়- গলায় জড়ায় প্রেমের ফাঁসি!


নয়ন কাজল- শাড়ির আচল- দ্যোদুল-চুল
হৃদয় ভাঙ্গে- আঁতুর মনে সন্ধি-ছল,
কোমর নদী- পরশে মন উজান ভাটি-
মন গলে যায় দেখলে ওই চিবুক-টুটি!


ইস্কাটন, ঢাকা, রাত, ৩ জানুয়ারি’১৮