বিরহেরা প্রজাপতির মতো- ঘুরে ঘুরে উড়ে বেড়ায়
দিনভর, তবু কাছ থেকে দূরে নয়;
আর কোকিলের মতো প্রহরে প্রহরে ডেকে চলে নির্ঘুম
বুকের পাঁজরের ভেতর; ব্যাথা আছে তার- শুধু দেখাবার না হয়
সুযোগ-সময়।


তুমি যে চির বহমান নদীর মতো- অশ্রু হয়ে ঝরে পড় কেবল,
তোমাকে খুঁজে পাই বিরহের সজল চোখে, প্রিয়।


ইস্কাটন, ঢাকা, রাত ১৭ জানুয়ারি’১৮