প্রভাত হলেই পুব আকাশে
সুয্যি উঠে মিষ্টি হেসে
সবুজ বনে পাখিরা সবে
উঠে রে জেগে নতুন বেশে।


দখিনে বয় মৃদু হাওয়া
মাঝির কণ্ঠে গান গাওয়া
শিশির ঝরা সকাল শুধু
মিলে রে ভাই বাংলাদেশে।


দেশটি আমার সোনায় গড়া
মাঠে ঘাটে সোনায় ভরা
অঙ্গ ভরা রুপ যে তার
দেখি নি তো ভিনদেশে।


মিরিপুর, বিকেল, ৯ জুলাই’১৭


(উৎসর্গ- তিথি, ছোট খুকি)