কত দূরে যাবি রে মন কত দূরে যাবি?
কার কাছে গেলে রে শান্তি খূঁজে পাবি?
শেকলে বন্দি রেখে মন
আঁটিলে সহস্র ফন্দি-বন
কোথায় অনাবিল স্বস্তি তোর হবি?
কত দূরে যাবি রে মন কত দূরে যাবি??


পুণ্যের খোঁজে গিয়ে মক্কা-মদিনায়
স্বর্ণের খোঁজে সুদূর আফ্রিকায়,
কী ধন লভি লি
দিয়ে জীবনাঞ্জলী?
দুঃখের এ কথা কাহারে মন আজ কবি?
কত দূরে যাবি রে মন কত দূরে যাবি??


নিত্য দীর্ঘ সময় দীর্ঘ কলোরবে গত
নিশ্চিত শীতল-মৃত্যু সমুখে আগত,
এপার তো গেল রে
কী খোঁজ ওপারে!
ভাল যদি না হয় সবই খাবে খাবি!
কত দূরে যাবি রে মন কত দূরে যাবি?।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৩ জানুয়ারি’১৮