রঞ্জনা, এতো শত বছর পার হয়ে যায়-
তারপরও কী আমার একটি কবিতাও তোমাকে আঘাত করতে পারে নি?
একটি কবিতাও নয়?
একটি কবিতাও পাও নি তোমায় ঘিরে এতোদিনে?


অথচ আমার সবগুলো কবিতাই লেখা তোমাকে নিয়ে,
আমার সমগ্র আবেগের কেন্দ্রে তোমার উপস্থিতি দীপ্তময়।
অথচ তোমার নিঃশ্বাস যখন ঘন হয়ে উঠে প্রতিরাতে আজও
আমি সপ্তাকাশ ঘুরে আসি ততোক্ষণে- নিদারুণ অস্থিরতায়, বিষণ্নতায়।


ইস্কাটন, ঢাকা, রাত, ৩১ জানু’১৮