সে এসেছিল চুপি চুপি
মৃদু পায়ে আমা‘ দ্বারে,
কথা সে বলেছিল কিছু-
ইঙ্গিতে মুখ চেয়ে বারে বারে,
ভেবেছিলাম- বুঝেছি সে-ভাষা তার
আসলে কি বুঝেলিাম- কিছূ আর?
তারপর বয়ে গেল সময়
অনন্তকাল; মন-প্রকৃতি চাইলো প্রণয়
এরি মাঝে আধার পাল্টালো জামা-কালো, আর
হায়, আমি হারালাম তায়!


মিরপুর, ভোররাত, ১১ জুলাই’১৭