নিয়ত অন্ধকারের সাগরে তলিয়ে যাচ্ছে সব:
তলিয়ে যাচ্ছে মনুষের প্রেম মায়া সৎ-স্বভাব,
দুধের শিশু ধর্ষণ হয় আজ- কী অদ্ভুত সমাজ
খাদ্যে বিষ মিশে মানুষের হাতে- লাগেনা লাজ!


আমরা কুকুরের ‘খেউ’ সুরে কথা বলে মজা পাই
বাঘের ‘হুংকার’ দিয়ে নিজের সাহসের স্বাদ পাই;
কথা না রাখার জন্যই কথা বলি বন্ধুর মতো,
ভন্ড-লুচ্চাদের বানাই দেশে নেতা-মন্ত্রী যতো!


অদ্ভুত আমরা- আমাদের এই সময় এই কাল,
সামনে অসীম বিপদে কে ধরবে দেশের হাল?


মিরপুর, ঢাকা, ৪ মার্চ’১৮