বুকের ভেতরের ব্যথাগুলো হু হু করে ওঠে
মাঝে মাঝে তারা ঝড় তোলে বৈশাখের দামাল হাওয়ায়
কখনো তারা ফেঁপে ওঠে রাতের শেয়ালের মত নির্ঘুম
আর সময় পেলেই পদ্মার ঘোলা জল হয় অজস্র দ্রোহের স্রোতে।


আষ্টে-পিষ্ঠে বেঁধে রাখা কয়েদী যেমন
শ্বাস নিয়ে কেবল বেঁচে থাকে জীবনের ক্ষীয়প্রায় আশায়,
হৃদয়টা মনে হয় কেউ যেন বেঁধে রেখে গেছে
তেমনি দাসত্বের অনশ্বর কব্জায়।


হাসফাস করি- গোংড়ানোর বিভৎস্য নৃত্য বাঁজে
ভেতরে ভেতরে হাওয়াই দ্বীপের জ্বালাময়ী অগ্নিগিরির অগ্নুৎপাতে ফেটে পড়ি সীমানায়;
ব্যথাগুলো তারপরও বুক থেকে মাথায়, মাথা থেকে বুকে মার্চ করে;
আমাকে তারা ভয় দেখায়: চোখে-মুখে মৃত্যুর ছাপ দিয়ে সীমানা অতিক্রম করে দ্রুত।


ইস্কাটন, ঢাকা, সকাল, ১১ মে’১৮