বিরহটা নিজের- একান্ত একার,
কে নেয় ভাগ তার আর?


সবারই নিজের প্রয়োজন নিজের ফুরসত-
নিজেকে নিয়ে ভেবে কাটে দিনরাত।


জগৎ-সংসারে তাই বলি, কে কবে ছিল কার?
কেবল প্রয়োজন মিটানোর অবসর।


শেষ হলে প্রয়োজন শেষ হয় খেলা,
মানব জীবন স্রেফ কিম্ভুত মেলা।


ইস্কাটন, ঢাকা, রাত, ৫ মে’১৭