প্রতিনিধি হয়ে এসে ঈশ্বরের
সুখ খুঁজে মুখ বুঁজে সয়ে নিই যাতনা সময়ের,
কেবল বাঁচতে চেয়ে চেয়ে আজ শেষ হয় পথের সীমা
কেবল টিকে থাকতে গিয়ে ঈশ্বরকে করিতে পারি না ক্ষমা!


মানুষ হয়ে বেঁচে থাকায় আছে কিছু সীমানা,
মানুষ হতে গিয়ে তাই আজও আর মানুষ হওয়া হলো না;
কেবল বাঁচার প্রয়োজনে উড়িতে চেয়েছি পাখির ডানায়- পারি নি,
কেবল বাঁচার প্রয়োজনে বিড়াল হয়েও প্রভুর কোলে বাঁচতে পারি নি।


বাঁচতে গিয়ে আজ আমি শামুক হয়ে গেছি
বাঁচতে গিয়ে আজ আমি কেঁচো হয়ে আছি;
মানুষ হতে পারি নি,
মানুষের মর্যাদা আসলে ঈশ্বর আমাকে দিতে চায় নি?


ইস্কাটন, ঢাকা, রাত, ১৬ মার্চ’১৮