আজ সব কিছু শূন্য মনে হয়
                 শূন্য মনে হয়
                 জীর্ণ মনে হয়
                 দীর্ণ মনে হয়...


সংসার আয়োজন সমস্ত প্রয়োজন
                    নিষ্ফল মনে হয়
                        বৃথা মনে হয়
                      কুটিল মনে হয়...


অজস্র তারাময় বর্ণিল দিনগুলো অতীতের
আজ কল্প মনে হয়- স্বপ্ন মনে হয়
মনে হয় আমি আজ কেবল বিষাদের অগ্নিদাহনের জন্য
                                    চূড়ান্তভাবে বরাদ্দ কেউ!


মনে হয় আজ বটবৃক্ষের মত জড়ো হয়ে গেছি
মনে হয় আজ জলহীন নদীর মত শুষ্ক হয়ে আছি
আমার হৃদয়ে আজ খেলা করে কেবল শূণ্যতা, শূন্যতা,
জগতের সমস্ত প্রয়োজন থেকে আমি কী এখন ছুঁটিতে আছি?


মিরপুর, ঢাকা, রাত, ১৩ মে’১৮